রাজধানীর উত্তরা থেকে ৪০৬ ক্যান বিদেশি বিয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব বলছে গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নাম ইকবাল হোসেন (৪৮)। গত রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এম.জে সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যে গত রোববার বিকেলে উত্তরা পশ্চিম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ২ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৪০৬ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তার আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।