সাতক্ষীরার তালায় ১৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে শনিবার (২৭এপ্রিল ) রাতে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।
জানা যায়, তালা উপজেলা ইসলামকাটি এলাকা থেকে শনিবার বিকালে বাবু নামে এক ব্যবসায়ীর অপরিপক্ক আম জব্দ করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করে বিক্রি করার অপরাধে ১৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আম গুলো বিষাক্ত কেমিক্যালে দেওয়া হয়েছে কিনা তা পরিক্ষা করে দেখা হবে।