বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে রাজন মোহন দাশ (২৫)নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের বাইপাস রোডে দেবনগর মোড় এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রভাস দাশের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ইয়ামা ফিজার মোটর সাইকেল চালিয়ে বাইপাস সড়ক দিয়ে মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল ওই যুবক। পথিমধ্যে সড়কের দেবনগর এলাকায় আসলে রাস্তার স্প্রিড বেকারে ধাক্কা লেগে সে ছিটিকে পড়ে বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খায়। এতে ঘটানাস্থলে নিহত হয় সে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে।