রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বিয়ের দাওয়াতে এসে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পদ্মানদীর মানিকচর থেকে ওই দুই শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ শিশুর মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাত খাতুন (৮) অপরজন চুয়াডাঙ্গার জীবননগর পাটগ্রামের মনির হোসেনের মেয়ে ঝিলিক খাতুন (১২)। তারা পরস্পর ফুপাতো মামাতো বোন।
জানা গেছে, মানিকচর গ্রামের আবদুল মান্নানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঈদের পর দিন পরিবারের সদস্যদের সঙ্গে আসে ওই দুই শিশু। আজ দুপুরে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরপর স্বজনরা অনেক খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, এটি সীমান্তবর্তী দুর্গম চর এলাকা। ইতোমধ্যে রাজশাহী ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল নিখোঁজ শিশুদের সন্ধানে কাজ করছেন। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।