আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

হেলেনার ওপর ক্ষেপেছেন ডিপজল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নানা বিতর্ক বিরাজ করছে। এরই মধ্যে জয়াযাত্রা আইপি টিভির স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের কলি-নিপুন পরিষদে নির্বাচনের ঘোষণা এসেছে। ক্যাসিনোয় অভিযান চলাকালে হেলেনা গ্রেপ্তার হন। প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগে জেলফেরত হেলেনা জাহাঙ্গীর নির্বাচনে আসায় প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মূলত তিনি কবে সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রশ্ন তুলছেন সবাই। ভোটে দাঁড়ানোর কারণ হিসেবে হেলেনা বলেছেন, ‘আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এজন্য কলি-নিপুন পরিষদে যে অফার ছিল তা লুফে নিয়েছি।’

এমন বক্তব্য নিয়ে ক্ষিপ্ত হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। হেলেনা বক্তব্যটি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার সাধারণ সম্পাদক পদে মুখোমুখি অবস্থান নিয়েছেন ডিপজল-নিপুন। হেলেনা জাহাঙ্গীরকে চেনেন না দাবি করে ডিপজল বলেন, প্রথমত তাকে (হেলেনা জাহাঙ্গীর) আমি চিনি না। তিনি সিনেমা করেছেন বলে আমার জানা নেই, চলচ্চিত্রে কোনোদিন দেখিনি। তিনি যদি শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে থাকেন, তা কোনোভাবেই একজন শিল্পীর কথা হতে পারে না। কারণ, যিনি শিল্পী হয়েছেন, তিনি অভিনয়ের জন্যই শিল্পী হয়েছেন। এটা তার পেশা-নেশা। একজন শিল্পী না খেয়ে থাকলেও সে শিল্পী। এখানেই তার রিজিক। তিনি আরও বলেন, আল্লাহ যার যেখানে রিজিক দিয়েছেন, সে সেখান থেকেই রিজিক পাবে। যিনি গার্মেন্টসে কাজ করেন, রিকশা চালান, ব্যবসা করেন, চাকরি করেন, তার সেখানেই রিজিক। শিল্পীরও অভিনয়ের মাধ্যমে রিজিক আসে। তবে শিল্পীদের পেশাটা অন্যদের চেয়ে আলাদা। শিল্পী কাজ না করলেও সে শিল্পী। এর বাইরে তার যাওয়ার সুযোগ খুব কম।

ডিপজল বলেন, হেলেনা জাহাঙ্গীর যে কথা বলেছেন, তা শিল্পীদের জন্য অবমাননাকর। আমি বলছি না, গার্মেন্টসে কাজ করা খারাপ। অবশ্যই সেটা ভালো। তবে যার যেটা পেশা নয়, সে অন্য পেশায় গিয়ে তা করতে পারবে না। হেলেনা জাহাঙ্গীর কি অভিনয় করতে পারবে? পারবে না। আর শিল্পী সমিতি তো আর গার্মেন্টস শ্রমিকদের সংগঠন নয় যে, সদস্যদের গার্মেন্টসে চাকরি দেবে। এটা কেমন কথা! কোথায় সিনেমা নির্মাণ করে শিল্পীদের কাজে লাগাবে, তা না, অন্য পেশায় শিল্পীদের কাজে লাগাতে চায়। তাহলে, শিল্পী সমিতি ও শিল্পীদের কাজ কি? কলি-নিপুন পরিষদ এমন অফার হেলেনা জাহাঙ্গীরকে দেয় কী করে! তারা যদি তাকে সিনেমা বানানোর অফার দিয়ে শিল্পীদের কাজের ব্যবস্থার কথা বলত, তাহলে একটা কথা হতো। আমি তাদের অভিনন্দন জানাতাম।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

হেলেনার ওপর ক্ষেপেছেন ডিপজল

আপডেট সময়: ১১:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে নানা বিতর্ক বিরাজ করছে। এরই মধ্যে জয়াযাত্রা আইপি টিভির স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের কলি-নিপুন পরিষদে নির্বাচনের ঘোষণা এসেছে। ক্যাসিনোয় অভিযান চলাকালে হেলেনা গ্রেপ্তার হন। প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগে জেলফেরত হেলেনা জাহাঙ্গীর নির্বাচনে আসায় প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মূলত তিনি কবে সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রশ্ন তুলছেন সবাই। ভোটে দাঁড়ানোর কারণ হিসেবে হেলেনা বলেছেন, ‘আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এজন্য কলি-নিপুন পরিষদে যে অফার ছিল তা লুফে নিয়েছি।’

এমন বক্তব্য নিয়ে ক্ষিপ্ত হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। হেলেনা বক্তব্যটি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার সাধারণ সম্পাদক পদে মুখোমুখি অবস্থান নিয়েছেন ডিপজল-নিপুন। হেলেনা জাহাঙ্গীরকে চেনেন না দাবি করে ডিপজল বলেন, প্রথমত তাকে (হেলেনা জাহাঙ্গীর) আমি চিনি না। তিনি সিনেমা করেছেন বলে আমার জানা নেই, চলচ্চিত্রে কোনোদিন দেখিনি। তিনি যদি শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে থাকেন, তা কোনোভাবেই একজন শিল্পীর কথা হতে পারে না। কারণ, যিনি শিল্পী হয়েছেন, তিনি অভিনয়ের জন্যই শিল্পী হয়েছেন। এটা তার পেশা-নেশা। একজন শিল্পী না খেয়ে থাকলেও সে শিল্পী। এখানেই তার রিজিক। তিনি আরও বলেন, আল্লাহ যার যেখানে রিজিক দিয়েছেন, সে সেখান থেকেই রিজিক পাবে। যিনি গার্মেন্টসে কাজ করেন, রিকশা চালান, ব্যবসা করেন, চাকরি করেন, তার সেখানেই রিজিক। শিল্পীরও অভিনয়ের মাধ্যমে রিজিক আসে। তবে শিল্পীদের পেশাটা অন্যদের চেয়ে আলাদা। শিল্পী কাজ না করলেও সে শিল্পী। এর বাইরে তার যাওয়ার সুযোগ খুব কম।

ডিপজল বলেন, হেলেনা জাহাঙ্গীর যে কথা বলেছেন, তা শিল্পীদের জন্য অবমাননাকর। আমি বলছি না, গার্মেন্টসে কাজ করা খারাপ। অবশ্যই সেটা ভালো। তবে যার যেটা পেশা নয়, সে অন্য পেশায় গিয়ে তা করতে পারবে না। হেলেনা জাহাঙ্গীর কি অভিনয় করতে পারবে? পারবে না। আর শিল্পী সমিতি তো আর গার্মেন্টস শ্রমিকদের সংগঠন নয় যে, সদস্যদের গার্মেন্টসে চাকরি দেবে। এটা কেমন কথা! কোথায় সিনেমা নির্মাণ করে শিল্পীদের কাজে লাগাবে, তা না, অন্য পেশায় শিল্পীদের কাজে লাগাতে চায়। তাহলে, শিল্পী সমিতি ও শিল্পীদের কাজ কি? কলি-নিপুন পরিষদ এমন অফার হেলেনা জাহাঙ্গীরকে দেয় কী করে! তারা যদি তাকে সিনেমা বানানোর অফার দিয়ে শিল্পীদের কাজের ব্যবস্থার কথা বলত, তাহলে একটা কথা হতো। আমি তাদের অভিনন্দন জানাতাম।