ঈদকে সামনে রেখে ঈদের জামাতের জন্য প্রস্তুত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সহ জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান। সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে পুরাতন কোট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জালাললুদ্দিনের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আহলে হাদিসদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় ও সাতক্ষীরা পি.এন. হাইস্কুল মাঠে দ্বিতীয় ঈদের জামাত ৭.৩০ টায় অনুষ্ঠি হবে। সাতক্ষীরার সুলতানপুর ক্লাব মাঠে ঈদের জামাত সকাল ৭.৩০ টায়, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে সকাল ৮ টায়, কুকরালী ঈদগাহে সকাল ৮ টায়, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ঈদের জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।