প্রেস বিজ্ঞপ্তি: প্রতিভাবানদের সন্ধানে ‘পত্রবন্ধু’ সাহিত্যপত্রিকার প্রথম বর্ষপূতীর্ সংখ্যা প্রকাশিত হয়েছে। খালিদ হাসানের সম্পাদনায় এক দল নবীণ ও প্রবীণদের লেখা নিয়ে সাজানো হয়েছে মার্চ ২০২৪ সংখ্যাটি। ফেসবুকে পত্রবন্ধু অফিসিয়াল নামে একটি পেইজে লেখালেখির সুত্র ধরে এই প্রকাশনা। ২০ পাতার এই পত্রিকাটিতে সম্পাদকীয় ছাড়াও যাদের লেখা ছাপা হয়েছে, বাংলা ভাষার নেতৃত্ব গ্রহণ করুন,আবুল হাসান আলী নদভী রহ., নবী প্রেমের উপাখ্যান তানভীর আহমাদ, জ্যৈষ্ঠের ছড়া মো. জাহিদুর রহমান, বাংলার প্রকৃতি খালিদ হাসান, দূরবর্তী দু:খেরা আমার আব্দুল্লাহ আবির, ফিলিস্তিনের গল্প খালিদ হাসান, অপূর্ণতা তামীম আল আদনান, শহীদের রক্ত আরিফ হুসাইন, মিশন ইনভিজিবল মাহবুব আহমাদ, বাবার শাসন আবু বকর, স্মৃতির মেঘলাভোরে— আল মাহমুদ, শুভ জন্মদিন— আহমেদ সাব্বির, না থাকার দিন— আহমাদ আবির ১২, ছড়া— নাজমুল হাসান, ব্যস্ত শহর— আশিক আল তামিম, রং তুলিতে ভালোবাসা— আমিনুল ইসলাম দুখু, বাঙালির ভাষা—আব্দুর রহমান, মৃত্যুস্বাদ— আতিকুর রহমান আশিক, পথকলি— তসলিম রায়হান, নামটি লিখো আমার— নোমান হাবীবী, ছুটি আবু হুরাইরা, একটা সৎ সঙ্গ একটি সুস্থ সমাজ— মোহা. সালমান। নয় টাকা মূল্যের পত্রবন্ধু পত্রিকাটির পরিচালক মুয়াজ বিন মাসউদ।
সাহিত্যপাতার সকল লেখা পড়ুন