লালমনিরহাটের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরালী চন্দ্র রায় নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন দুই জন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুরালী চন্দ্র রায় চন্দ্রপুর ইউনিয়নের সুশীল চন্দ্র রায় (বিদাল)-এর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করে। পরে ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। গুলিবিদ্ধরা হলেন, মিজানুর রহমান ও লিটন মিয়া। তারা চন্দ্রপুর এলাকার বাসিন্দা বলেও জানা গেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।’