ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সিনেটরদের সঙ্গে ভার্চুয়ালি আলাপকালে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ চলবে। তিনি ভার্চুয়ালি রিপাবলিকান সিনেটরদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর মার্কিন আইনপ্রণেতারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পরাজিত করতে ইসরায়েল প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। মার্কিন সিনেটর জন বারাসো বলেন, আমরা তাকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে জবাবে তার থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার উত্তর পেয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে আমরা তাকে জানিয়েছি। তারা এটি ঠিকই করে চলেছেন।
মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার সম্প্রতি নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন। এরপরই রিপাবলিকান সিনেটরদের এমন বক্তব্য সামনে এসেছে। এক সপ্তাহ আগে দেওয়া ওই বক্তব্যে চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়েছিলেন। এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, তিনি কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন।