আব্দুর রশিদ: সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে দফায় দফায় ভাংচুর, লুটপাট ও জখমের ঘটনার ঘটেছে। এব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা নং পি ৫০৫/২৪ (সাত), ১৪৫ ধারা। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বরায় রাখার নির্দেশ প্রদান করা হলেও রোববার পুনরায় হুমকি ধামকি দিচ্ছে বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। এরআগে রহমাতুল্লাহ মোড়লের ছেলে সাইফুল্লাহ ও হাবিবুর রহমান জনপ্রতি ১ হাজার টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও মারধর করে। গত বুধবার রাতেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারের ছেলে রবিউল ইসলাম, কবিরুল ইসলাম এবং মো. ইয়াকুব আলী ও আব্দুল কুদ্দুস গুরুত্বর আহত হয়ে আছেন। ইয়াকুব আলী জানান, এরআগে আমাদের উপর হামলার পর সন্ত্রাসীরা তাদের অস্ত্রসস্ত্র রেখে পালিয়ে যায়। পরে আমরা ৯৯৯ কল করে সব অস্ত্র সদর থানায় জমা করি। এরপর পুনরায় তারা আমাদের হত্যাসহ ঘরবাড়ি ভাংচুরের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। সূত্রে জানা গেছে, আবু বকর মোড়লের দখলীয় সম্পত্তিতে এসে পুর্ব পরিকল্পিতভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনায় বসতবাড়ি, মুরগীর খামার, রান্নাঘর ও গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
মাহমুদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাংচুর ও লুটপাট
- রিপোর্টার
- আপডেট সময়: ০২:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- ১২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ