ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাতে তালা উপজেলার নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগীর পিতা শ্লীলতাহানির অভিযোগ এনে তালা থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) তালায় ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (১০)। মামলা সুত্রে জানা যায়, গত ৭ মার্চ সকালে ওই শিক্ষক নির্যাতিতা ছাত্রীকে একান্তে এসে হাত পা টিপে দিতে বলে। ওই সময় গেলে শ্রেণি কক্ষে কোনো ছাত্র ছাত্রী না থাকার সুযোগে ছাত্রীকে স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে শিশুটি ভয় পেয়ে পালিয়ে বাড়ি গিয়ে ঘটনাটি বাবা মাকে খুলে বলে। পরের দিন অবিভাবকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় পিতা বাদী হয়ে থানায় মামলা করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকে আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
- রিপোর্টার
- আপডেট সময়: ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- ১৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ