আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

আজ ১৪ মার্চ : ইতিহাসের এই দিনে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-

ইতিহাস

১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৯১ – ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫ – প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩১ – আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।

১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ – ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৩ – বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।

১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ – রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ – ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০ – ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৫ – তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালিয়েছিলো।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।

জন্ম

১৮৫৪ – পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।(মৃ.১৯১৫)

১৮৭৯ – আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।(মৃ.১৯৫৫)

১৯১৬ – ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্র।(মৃ.১৯৯৮)

১৯৩৩ – মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।

১৯৩৪ – আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী – ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যাঁর বিশিষ্ট অবদান রয়েছে। (মৃ.২৪/০৭/২০০৯)

১৯৬৫ – আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

১৯৬৫ – রোহিত শেঠী : ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্হাপক।

১৯৮৬ – জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

মৃত্যু

১৬৮২ – ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী। (জ. ১৬২৮)

১৮৮৩ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। (জ. ১৮১৮)

১৮৯৯ – হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন। (জ. ১৮২৩)

১৯৭৫ – যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, একজন বাঙালি কবি ।(জ.২৭/০৫/১৮৯০)

১৯৭৬ – পল্লীকবি জসিমউদ্দিন, একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ( জ. ১৯০৩)

১৯৮১ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯৩০)

১৯৯৫ – উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১১)

১৯৯৭ – বাঙালি কবি ও লেখক সামসুল হক।(জ.১৯৩৬)

২০১২ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ।(জ.১৮/০৩/১৯২৬)

২০১৮ – স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। (জ. ১৯৪২)

দিবস

বিশ্ব পাই দিবস ৷

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ৷

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

আজ ১৪ মার্চ : ইতিহাসের এই দিনে

আপডেট সময়: ০২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা-

ইতিহাস

১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৮৯১ – ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।

১৯২৫ – প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩১ – আলম আরা ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।

১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ – ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৩ – বিজ্ঞানী মণিলাল ভৌমিক এক্সিমার লেজারের কথা প্রথম ঘোষণা করেন ডেনভার অপ্টিক্যাল সোসাইটিতে।

১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ – রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ – ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

১৯৮০ – ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৮৫ – তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালিয়েছিলো।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।

জন্ম

১৮৫৪ – পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী।(মৃ.১৯১৫)

১৮৭৯ – আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।(মৃ.১৯৫৫)

১৯১৬ – ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্র।(মৃ.১৯৯৮)

১৯৩৩ – মাইকেল কেইন, ইংরেজ অভিনেতা ও লেখক।

১৯৩৪ – আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী – ছড়ার গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যাঁর বিশিষ্ট অবদান রয়েছে। (মৃ.২৪/০৭/২০০৯)

১৯৬৫ – আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

১৯৬৫ – রোহিত শেঠী : ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও উপস্হাপক।

১৯৮৬ – জেমি বেল, ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী।

মৃত্যু

১৬৮২ – ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী। (জ. ১৬২৮)

১৮৮৩ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। (জ. ১৮১৮)

১৮৯৯ – হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন। (জ. ১৮২৩)

১৯৭৫ – যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, একজন বাঙালি কবি ।(জ.২৭/০৫/১৮৯০)

১৯৭৬ – পল্লীকবি জসিমউদ্দিন, একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ( জ. ১৯০৩)

১৯৮১ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯৩০)

১৯৯৫ – উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১১)

১৯৯৭ – বাঙালি কবি ও লেখক সামসুল হক।(জ.১৯৩৬)

২০১২ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ।(জ.১৮/০৩/১৯২৬)

২০১৮ – স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। (জ. ১৯৪২)

দিবস

বিশ্ব পাই দিবস ৷

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ৷