আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

হোপ-পুরানের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

নেপাল : ২৩৮/১০ (৪৯.৪ ওভারে)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)।

বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গত আসরের মতো এবারও বাছাইপর্বে খেলতে হচ্ছে। বাছাইপর্বে প্রথম দুই হার্ডল পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার নেপালকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশিত। স্কোরশিটে ৫৫ রান উঠতে ৩ উইকেট হারিয়েও হতোদ্যম হয়নি। ৪র্থ উইকেট জুটিতে সাই হোপ-নিকোলাস পুরান ২১৬ রান যোগ করলে বড় স্কোরের পথ সুগম হয়। সাই হোপ করেছেন ১২৯ বলে ১০ চার, ২ ছক্কায় ১৩২ রান করেন। সাই হোপের এটি ১৫তম ওয়ানডে সেঞ্চুরি।

নিকোলাস পুরান করেছেন ৯৪ বলে ১০ চার, ৪ ছক্কায় ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান। এই জুটি বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়ায় শেষ পাওয়ার প্লে-তে ৯৮ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ৩৩৯/৭ স্কোরের জবাব দিতে এসে এক পর্যায়ে ১২৯/৬ স্কোরে ব্যাকফুটে নেমে যাওয়া নেপাল খেলেছে ব্যবধান কমাতে। ৭ম উইকেট জুটির ৬৮, আরিফ শেখ এর ৭৩ রানে শেষ পর্যন্ত স্কোর টেনে নিয়েছে তারা ২৩৮ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের পেসার হোল্ডার পেয়েছেন ৩ উইকেট (৩/৩৪)। স্পিনার আকিল হুসেইন পেয়েছেন ২ উইকেট (২/৪৯)। নেপালের ললিত রাজবংশী পেয়েছেন ৩ উইকেট (৩/৫২)।‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের এটি ২ ম্যাচে দ্বিতীয় জয়। নেপালের তৃতীয় ম্যাচে দ্বিতীয় হার।

হারারেতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ দেখছে নেদারল্যান্ডও। প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস ২১১/৮-এ থেমে যায়। সর্বোচ্চ ৭১ রান করেন সায়ান জাহাঙ্গীর। বাস ডি লিডি (২/৩৭)ও রায়ান ব্রেইন (২/৩১) ২টি করে উইকেট পেয়েছেন। জবাব দিতে এসে ৪০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় নেদারল্যান্ডস। তেজা নিদামানুরু ৬৮ বলে ৫৮ এবং স্কট এডওয়ার্ডস ৬০ বলে হার না মানা ৬৭ রান করেছেন।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতেই হবে: ড. ইউনূস

হোপ-পুরানের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

আপডেট সময়: ০৩:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

নেপাল : ২৩৮/১০ (৪৯.৪ ওভারে)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)।

বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গত আসরের মতো এবারও বাছাইপর্বে খেলতে হচ্ছে। বাছাইপর্বে প্রথম দুই হার্ডল পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার নেপালকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়নি ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশিত। স্কোরশিটে ৫৫ রান উঠতে ৩ উইকেট হারিয়েও হতোদ্যম হয়নি। ৪র্থ উইকেট জুটিতে সাই হোপ-নিকোলাস পুরান ২১৬ রান যোগ করলে বড় স্কোরের পথ সুগম হয়। সাই হোপ করেছেন ১২৯ বলে ১০ চার, ২ ছক্কায় ১৩২ রান করেন। সাই হোপের এটি ১৫তম ওয়ানডে সেঞ্চুরি।

নিকোলাস পুরান করেছেন ৯৪ বলে ১০ চার, ৪ ছক্কায় ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান। এই জুটি বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়ায় শেষ পাওয়ার প্লে-তে ৯৮ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ৩৩৯/৭ স্কোরের জবাব দিতে এসে এক পর্যায়ে ১২৯/৬ স্কোরে ব্যাকফুটে নেমে যাওয়া নেপাল খেলেছে ব্যবধান কমাতে। ৭ম উইকেট জুটির ৬৮, আরিফ শেখ এর ৭৩ রানে শেষ পর্যন্ত স্কোর টেনে নিয়েছে তারা ২৩৮ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের পেসার হোল্ডার পেয়েছেন ৩ উইকেট (৩/৩৪)। স্পিনার আকিল হুসেইন পেয়েছেন ২ উইকেট (২/৪৯)। নেপালের ললিত রাজবংশী পেয়েছেন ৩ উইকেট (৩/৫২)।‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের এটি ২ ম্যাচে দ্বিতীয় জয়। নেপালের তৃতীয় ম্যাচে দ্বিতীয় হার।

হারারেতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ দেখছে নেদারল্যান্ডও। প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস ২১১/৮-এ থেমে যায়। সর্বোচ্চ ৭১ রান করেন সায়ান জাহাঙ্গীর। বাস ডি লিডি (২/৩৭)ও রায়ান ব্রেইন (২/৩১) ২টি করে উইকেট পেয়েছেন। জবাব দিতে এসে ৪০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় নেদারল্যান্ডস। তেজা নিদামানুরু ৬৮ বলে ৫৮ এবং স্কট এডওয়ার্ডস ৬০ বলে হার না মানা ৬৭ রান করেছেন।