বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস। গতকাল সোমবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। গতকাল সোমবার রাতে তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। শেষ রাতে সেহেরি খেয়ে রোজা পালন করছেন তারা। পবিত্র রমজান উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোজার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের অবদান রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষ্যে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অন্যদিকে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজানে মহান আল্ল¬াহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক। পবিত্র মাহে রমজানে আমি মহান আল্ল¬াহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পবিত্র রমজান শুরু
- রিপোর্টার
- আপডেট সময়: ১২:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- ১২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ