স্টাফ রিপোটারঃ
মহান জাতীয় সংসদে সাবেক এমপিদের পেনশন চালুর দাবী জানালেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মহান জাতীয় সংসদে সাবেক সংসদ সদস্যদের পেনশন ব্যবস্থা চালুর দাবী
জানালে সাবেক সংসদদের (এমপি) জন্য পেনশন সুবিধা চালুর কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানান
সংসদ বিষয়ক কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম
মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ
সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা
জানান।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের
প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়। আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক
সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনও পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।
তবে ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কিনা পরীক্ষা-
নিরীক্ষা করে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গহ্রণ করবে বলে জানান মন্ত্রী।
Leave a Reply